খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : মায়ের পরকীয়ায় হাবিবুল্লাহ (১১) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে।
নিহত হাবিবুল্লাহ স্থানীয় রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ত।
নিহতের চাচা শাহজাহান আলী জানান, তার ভাবি মর্জিনা বেগমের সঙ্গে প্রতিবেশী আবদুর রউফের বাড়িতে লজিং থাকা উজ্জ্বল হোসেনের পরকীয়া সম্পর্ক রয়েছে। সম্প্রতি তাদের অনৈতিক সম্পর্ক হাবিবুল্লাহ জানতে পারে।
তিনি জানান, এ কারণে উজ্জ্বল শুক্রবার সন্ধ্যায় ছেলেটির মায়ের অনুপস্থিতিতে ছেলেটিকে হত্যা করে তার মরদেহ বারান্দার আঁড়ার সঙ্গে ঝুলিয়ে দেয়।
খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে বাঘারপাড়া উপজেলার রায়পুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাসিরুল হক খান মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন।
শাজাহান আরও জানান, মাস তিনেক আগে তার ভাই ইলিয়াস হোসেন মারা যান। তার মৃত্যুর পর থেকে ভাবি মর্জিনা আরও বেপরোয়া হয়ে যান। এর আগেও উজ্জ্বলের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রতিবেশীরা কমবেশি জানতেন।
জানতে চাইলে এসআই নাসিরুল হক খান বলেন, ‘এখনও মামলা হয়নি। লাশের ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা।’