Fri. Sep 12th, 2025
Advertisements
 খো22202_1_104590লা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ :ত্রুটিপূর্ণ বিচার বিবেচনার আবেদন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলেও আবেদনপত্র জমা দিতে পারেননি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বঙ্গভবন থেকে বিকেল পৌনে ৫টার দিকে বেরিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।হুম্মাম বলেন, ‘এখান থেকে আমাকে বলা হয়েছে সরাসরি কোনো চিঠি জমা নেওয়া হয় না। তাই এটা মন্ত্রণালয়ে জমা দিলে সেখান থেকে তা ফরোয়ার্ড হবে। আমার ধারণা, এটা আইন মন্ত্রণালয়ে জমা দিতে হবে।’তিনি আরও বলেন, ‘উনি (সালাউদ্দিন কাদের চৌধুরী) যে ডকুমেন্টগুলি জমা দিয়েছিলেন সেগুলো ভেরিফাই করে বিচার করার জন্য আমরা একটা আবেদন করেছি। সেই কপিটাই এখানে দিতে এসেছিলাম।’এর আগে বিকেল ৪টা ২৩ মিনিটে গাড়ি নিয়ে বঙ্গভবনে পৌঁছান তিনি। গাড়িটি বাইরে রেখে হেঁটেই ৪টা ২৮ মিনিটে বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেন। এ সময় ফারহাত কাদের চৌধুরীকে গাড়িতে বসে থাকতে দেখা যায়।