Tue. Sep 16th, 2025
Advertisements

hartal kbখোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধ মামলায় সদ্য ফাঁসির দন্ডে দন্ডিত জামায়াতের সাবেক সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়েত ইসলামী বাংলাদেশ।
এছাড়া আগামীকাল রোববার সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে দলের পক্ষ থেকে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।