খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : মা হচ্ছেন প্রিসিলা চ্যাং। মার্ক-প্রিসিলার সংসারে আর কিছু দিনের মধ্যেই যে ফুটফুটে এক ‘রাজকন্যে’ আসছেন এ এখন সবারই জানা। জানিয়ে ছিলেন স্বয়ং মার্ক জাকারবার্গ। ফেসবুকে, নিজের প্রোফাইলেই।
এবার কিছুটা ব্যতিক্রমী পথে হাঁটলেন পৃথিবীর অন্যতম ব্যস্ত মানুষ। জানালেন, মেয়ে পৃথিবীর আলো দেখলেই তার দেখভালের জন্য দু’মাসের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি।
পৃথিবীর বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মার্কিনি কর্মচারীদের জন্য চার মাসের সবেতন পেরেন্টাল লিভ চালু আছে। মেলে অতিরিক্ত ভাতাও। কিন্তু ছুটি নিলেই যে আটকে যাবে প্রমোশন। তরতর করে এগিয়ে যাবেন সহকর্মীরা। সেই ভয়ে বেশির ভাগ সদ্য বাবারাই ছুটি নিতে চান না।
এবার সেই ভাবনা ভাঙতে পিতৃত্বকালীন ছুটি নিয়ে কর্মচারীদের ভাবনার যোগান দিলেন খোদ ফেসবুক সিইও। সূত্র: আনন্দবাজার