Tue. Sep 16th, 2025
Advertisements

61খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : এখনও জীবনসঙ্গী ঠিক করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ক্যারিয়ারে অনেক নারী সহচার্য্য-পানি গ্রহণ করেছেন এই ফুটবলস্টার। সম্পর্কের গভীরতাও প্রকাশে তার কুণ্ঠাবোধ নেই। কিন্তু জীবনসঙ্গী হিসাবে কাকে তিনি বেছে নিতে চান, তা এখনও বুঝে উঠতে পারেননি রিয়াল মাদ্রিদ মহাতারকা। তবে এবার সেই দেওয়াল ভাঙতে চান। ফুটবলের পাশাপাশি খোঁজ করছেন এক জীবনসঙ্গীরও।
তিনি বলেছেন, ‘কয়েকজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। কিন্তু কাকে জীবনসঙ্গী করতে চাই, তার খোঁজ চলছে।’
২০১৫-র জানুয়ারিতে রোনালদোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে রুশ মডেল ইরিনা শায়েকের। নারীদের নিয়ে তার খোলামেলা মন্তব্য, ‘আমি একজন সুস্থ, স্বাভাবিক মানুষ। তাই অনেক মহিলার সঙ্গেই আমার যোগাযোগ হয়েছে। কিন্তু তাদের মধ্যে থেকে কাকে জীবনসঙ্গী হিসাবে বাছব, সেই কাজটা মোটেও সহজ নয়।