Tue. Sep 23rd, 2025
Advertisements

1খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: দিল্লি হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি রাজেন্দ্র শেখর বলেছেন, ভারতে গরুর মাংস ব্যবসায়ীদের সংখ্যা মুসলমানদের চেয়ে হিন্দুরাই বেশি। তিনি বলেন, গরুর মাংস ব্যবসায়ীদের ৯৫ শতাংশই হিন্দু। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
শুক্রবার ইসলামি মৌলবাদ ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক তিন দিনের এক সম্মেলনে একথা বলেন বিচারপতি শেখর। সম্মেলনে ভারতের পাশপাশি বাংলাদেশ, কানাডা, আফগানিস্তানসহ অন্যান্য দেশের স্কলার ও প্রতিনিধিরা অংশ নেন।
বিচাপতি শেখর বলেন, ‘গরুর মাংস ব্যবসায়ীদের প্রায় ৯৫ শতাংশই হিন্দু। অথচ গরুর মাংস খাওয়ার অপরাধে দারদিতে একজন মুসলিমকে হত্যা করা হলো। এটা মানব ও মানবতার মৃত্যু। খাদ্যাভাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এমনকি আমিও গরুর মাংস খেতে পারি।’
সম্প্রতি ভারতের কয়েকজন এমপির বিরুদ্ধে অভিযোগ ওঠে গরুর মাংস ব্যবসার সঙ্গে তারা জড়িত। সেই প্রসঙ্গ টেনে রাজেন্দ্র শেখর বলেন, ‘আইন প্রণেতারা যেখানে গরুর মাংস ব্যবসার সঙ্গে জড়িত, সেখানে ডানপšি’দের দ্বারা কেন মাত্র একটি জনগোষ্ঠী টার্গেট হবে।