খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: ভাবছেন বিয়ে করবেন? কিংবা বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু বিয়ের আগে সবার (পুরুষ ও নারী) ভেবে দেখা উচিত তার উপযুক্ত বয়স হয়েছে কিনা। কারণ উপযুক্ত বয়সে বিয়ে না হলে বা করলে দাম্পত্য জীবনে নানা ঝামেলা সৃষ্টি হতে পারে। সেই ঝামেলা থেকে ডির্ভোসও হতে পারে। তাই বিয়ে করার আগে জেনে নিন, আপনার বিয়ের বয়স হয়েছে কিনা?
ইউনিভার্সিটি অব উটার গবেষক নিকোলাস উলফিঙ্গার, গত প্রায় আট বছর ধরে রীতিমতো সমীক্ষা চালিয়েছেন এবং গবেষণা করেছেন এই বিষয়ে যে, বিয়ের জন্য সব থেকে উপযুক্ত বয়স কোনটা? তার উত্তর অবশ্য খুঁজে পেয়েছেন তিনি।
২৮ থেকে ৩২ বছরের মধ্যে বিয়ে করলেই নাকি সেই বিয়ে টেকার সম্ভাবনা সব থেকে বেশি। আপনি কী ভাবছেন? এই বয়সেই করবেন নাকি, সে সুযোগই নেই। বিয়ে আপনার হয়েই গেছে!