Fri. Sep 19th, 2025
Advertisements

11খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: শিরোনাম পড়ে নিশ্চয়ই চোখ কপালে উঠে গেছে। যাওয়ার মতোই। সম্প্রতি ভারতের দিল্লি টেকনোলজিকাল ইউনিভার্সিটির (ডিটিইউ) শেষ বর্ষের ছাত্র চেতন কাক্করকে বছরে ১২৭ কোটি রুপি বেতনের চাকরির প্রস্তাব দিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল।
কোনো ভারতীয় নাগরিকের বিদেশে এত মোটা অঙ্কের চাকরির ঘটনা এটিই প্রথম। ডিটিইউ ক্যাম্পাস থেকে এর আগের বছরে সর্বো”চ ৯৩ লাখ রুপি বেতনের চাকরির প্লেসমেন্ট হয়েছে।
দিল্লির টেকনোলজিকাল ইউনিভার্সিটির ছাত্র চেতন কাক্কর জানিয়েছেন, ২০১৬ সালে পড়াশোনা শেষ করেই ক্যালির্ফোনিয়ায় গুগলের মূল অফিসে জয়েন করবেন। এত উ”চমূল্যে চাকরির অফার তার জীবনের অনন্য ঘটনা বলে জানিয়েছেন কাক্কর।
গুগল বিশ্বের সেই প্রতিষ্ঠানগুলোর একটি যারা যোগ্য মানুষকে যথাযথ পারিশ্রমিক দিকে কার্পণ্য করে না। পৃথিবীর নানা প্রান্ত থেকে বেছে বেছে সব থেকে মেধাবী মানুষগুলোকেই নিয়োগ দেয় গুগল। -টাইমস অব ইন্ডিয়া