Tue. Sep 16th, 2025
Advertisements

21খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: আগামী ডিসেম্বর মাসে প্রতিদিন ৯০০ জন করে শরণার্থীকে আশ্রয় দেবে কানাডা। আকাশপথে ওই শরণার্থীরা কানাডায় পৌঁছবেন।
শরণার্থীদের প্রতি সমবেদনাই আইএস জঙ্গিদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হবে মন্তব্যে করে এ তথ্য প্রকাশ করেছেন কানাডীয় প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত হরজিৎ সাজ্জান।
তিনি বলেন, ‘এটাও আইএস’র বিরুদ্ধে একটি আঘাত, তবে ভিন্নধর্মী। এ মানুষগুলো দারিদ্র্য থেকে পালাতে চান না, যুদ্ধ থেকে বাঁচতে চান। এ মানুষগুলো আমাদের দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবেন।’ তবে সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকির বিষয়ে কানাডা সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
ইরাক ও সিরিয়াভিত্তিক কট্টর ইসলামপন্থী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বর্বরতার নজির সাম্প্রতিক প্যারিস হামলার পর ইউরোপের অনেক দেশ শরণার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলেও উল্টো পথে হাঁটছে কানাডা। চলতি বছরের শেষ দিন পর্যন্ত এ বছর মোট ২৫ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার বিস্তারিত পরিকল্পনা গত মঙ্গলবার প্রকাশ করেছে কানাডা।
এরই মধ্যে ১ ডিসেম্বর থেকে জর্ডান থেকে কানাডার মন্ট্রিয়াল ও টরোন্টোতে প্রতিদিন ৯০০ জন সিরীয় শরণার্থীকে নিয়ে আসার পরিকল্পনায় কানাডা প্রশাসনের প্রতি অনেকেই হতাশ।
এ প্রকল্পের সম্ভাব্য খরচ ছয় বছরে ১.২ বিলিয়ন কানাডীয় ডলার হতে পারে।