Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
 images
খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: বিএনপির চেয়ারপারসন বেগমবলেছেন, দেশের আইন-আদালত এখন শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে। বিরোধী দল সংবিধান স্বীকৃত সকল রাজনৈতিক অধিকার থেকে এখন বঞ্চিত। দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। মৌলিক ও মানবাধিকার আগেই ভূলুন্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধ অবস্থার সৃষ্টি করেছে। রাজনৈতিক কর্মী-নেতারা ছাড়াও দেশের কোন মানুষই এখন নিজেদের নিরাপদ বোধ করছেন না।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
বিবৃতিতে দলের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বলেন- “বর্তমান বিনা ভোটের সরকার বিরোধী দলের কর্মী ও নেতৃবৃন্দের নামে বানোয়াট, ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সারাদেশে গত কয়েক সপ্তাহেই এধরনের মিথ্যা মামলায় প্রায় তিন সহ¯্রাধিক নেতা-কর্মীকে নতুন আটক করা হয়েছে। আইন আদালতের প্রতি সম্মান দেখিয়ে আমাদের নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণ করলেও-তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়ার ঘটনা এখন সরকার রেওয়াজে পরিণত হয়েছে।
খালেদা জিয়ার বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দের বেলায় একই ঘটনা ঘটেছে। দেশের মানুষের কাছে সম্মানিত হিসেবে বিবেচিত এসব রাজনীতিকদের সম্মান ক্ষুন্ন করতে  মিথ্যা অভিযোগে আটক করা কোন সুস্থ রাজনীতি হতে পারে না। তিনি বলেন, সরকার কোনভাবেই বিরোধী মতকে সহ্য করছেন না। তারা গণতন্ত্রের সকল ক্ষেত্রকে সংকুচিত করে এখন একদলীয় শাসনব্যবস্থার পথেই দ্রুত অগ্রসর হচ্ছেন।
গণগ্রেফতারের ঘটনা বন্ধের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, আটক বিরোধী দলীয় সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। এইকসঙ্গে সকল প্রকার হয়রানিমূলক, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। এধরনের ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দাও জানিয়েছেন খালেদা জিয়া।
তিনি বলেন, দমন-নিপীড়ণ, হামলা মামলার পথে থেকে সরকার সরে না আসলে তারা আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। তিনি শাসকগোষ্ঠীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন- সরকার যেভাবে দেশের মানুষকে, গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছেন, তা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলী দেয়া ছাড়া আর কিছু নয়।
যে কারণে পাকিস্তানী শাসকগোষ্ঠীর শাসনকে এদেশের মানুষ প্রত্যাখান করে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল, বাংলাদেশের বর্তমান শাসকগোষ্ঠীর কাঁধে সেই স্বৈরাচারের ভুত চেপেছে এবং তারা ফ্যাসিবাদের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছেন।
অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে এখন দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই বলেও উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।