Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: হুয়াই জি প্লে মিনি ও হুয়াই ওয়াই ৬২৫ মডেলের দুটি ফোনের দাম এক হাজার টাকা করে কমিয়েছে হুয়াই কর্তৃপক্ষ। আজ হুয়াইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হুয়াই জি প্লে মিনি ফোনটির দাম আগে ছিল ১৫ হাজার ৯৯০ টাকা, যা এখন ১৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে। নয় হাজার ৯৯০ টাকা দামের হুয়াই ওয়াই ৬২৫ ফোনটি পাওয়া যাবে আট হাজার ৯৯০ টাকায়।
হুয়াইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুয়াই জি প্লে মিনি ও হুয়াই ওয়াই ৬২৫ মডেলের দুটি স্মার্টফোন থ্রিজি সমর্থন করে। এতে রয়েছে পাঁচ ইঞ্চি মাপের আইপিএস ডিসপ্লে ও দুইটি সিম ব্যবহারের সুবিধা। হুয়াই জি প্লে মিনি অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমে চলে। এতে আছে ১ দশমিক ২ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, দুই জিবি র‍্যাম, পেছনে ১৩ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ব্যাটারি দুই হাজার ৫৫০ মিলিঅ্যাম্পিয়ারের।
হুয়াই ওয়াই ৬২৫ স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট। এতে আছে ১ দশমিক ২ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, ১ জিবি র‍্যাম, ৪ জিবি মেমোরি। স্মার্টফোনটির পেছনে ৮ ও সামনে ২ ক্যামেরা রয়েছে।