Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: আচ্ছা, মোবাইল দিয়েই যদি যৌনতৃপ্তি পাওয়া যায়? না, ভারচুয়ালি নয়, ফিজিক্যালি। তবে কেমন হয়? গুলিয়ে যাচ্ছে সবকিছু? ভাবছেন এ আবার কী করে সম্ভব?
সম্ভব তো বটেই। বাজারে আসছে এমন এক মোবাইল ফোন কভার যাতে থাকছে যৌন আনন্দ দেওয়ার পুরোপুরি ব্যবস্থা। মহিলাদের জন্য এমনই মোবাইল ফোনের কভার বা বলতে পারেন যৌন তৃপ্তিদায়ক যন্ত্রের নাম ‘ইজিভাইব’।
মোবাইল কভারের মাথার অংশটি দেখতে অনেকটা পুরুষাঙ্গের মতো। ‘সেক্স টয়’ ডিলডোর মতোই ব্যবহার করা যাবে এটাকে। মোবাইলে ভাইব্রেশন হলেই নিজে থেকেই কাঁপতে থাকবে উপরের অংশটি। আর তাতেই মিলবে যৌনতৃপ্তি। মোবাইলের শব্দ বাড়ানোর সুইচ টিপেই বাড়ানো ও কমানো যাবে কম্পনের মাত্রা। সুখকর অনুভূতি দীর্ঘস্থায়ী করার জন্য এতে থাকবে ৭টি ‘ভাইব্রেশন মোড’।
ইজিভাইব যথেষ্ট পরীক্ষা-নিরিক্ষা করে এমন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যা মানুষের শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। এলার্জির কোনো চান্স নেই।
ইজিভাইব-এর আবিষ্কারক জানিয়েছেন, ”মোবাইলে ফোন এলে ভাইব্রেশন হয়। তা থেকেই মনে হলো, এই ভাইব্রেশনকে কাজে লাগিয়ে যদি যৌন তৃপ্তি মেলে কেমন হয়? সেই ভাবনা থেকেই তৈরি এই মোবাইল কভার।”
আর বেশিদিন নেই, এখন ইজিভাইব শুধু বাজারে আসার অপেক্ষা।