Tue. Sep 16th, 2025
Advertisements

5খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্ডের একটি পার্কে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় বন্দুকযুদ্ধে অন্তত ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের মুখপাত্র টেইলর গাম্বেল জানিয়েছেন, বানি ফ্রেন্ড পার্কে ওই গোলাগুলির পর পুলিশ সদস্যরা বিশৃঙ্খল জনতাকে সরিয়ে দেয়। তিনি আরও জানান, ১০ জনকে এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। বাকিদের ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঠিক কখন এই গোলাগুলি শুরু হয় এবং কীভাবে লোকজন আহত হয় এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, দুই পক্ষ গোলাগুলি শুরু করলে এ ঘটনা ঘটে। পার্কটিতে তখন দুই দলে প্রায় ৩০০ লোক ছিল। এক দল প্যারেডে অংশ নেয়। অপর দল একটি ভিডিওতে অংশ নেয় বা দেখছিল।