Mon. Sep 22nd, 2025
Advertisements

47খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: রাস্তাঘাটে যুবতী নারীদের দেখলেই ইঞ্জেকশন নিয়ে তাড়া করছে মানসিক বিকারগ্রস্ত এক ব্যক্তি। পুলিশের প্রায় ৫০টি বিশেষ দল, প্রায় ৪০০ জন পুলিশ তন্নতন্ন করে খুঁজছে ‘ইঞ্জেকশন সাইকো’নামে পরিচিত এই ব্যক্তিকে।
ভারতের অন্ধ্রপ্রদেশের সেই ‘ইঞ্জেকশন সাইকো’-র ছবি প্রকাশ করল পুলিশ। ঘটনাস্থলে থাকা বিভিন্ন মানুষদের সাহায্য নিয়ে এই স্কেচ প্রকাশ করা হলো। অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার যুবতী, নারীদের শরীরে ইঞ্জেকশনের সিরিঞ্জ ফুটিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে সে। ‘ইঞ্জেকশন সাইকো’-র বিষাক্ত সিরিঞ্জে আক্রান্ত হয়েছেন ১১ জন নারী। গত এক সপ্তাহে বিভিন্ন থানায় পুলিশের কাছে এই ঘটনায় ১১টি অভিযোগ দায়ের হলেও আসলে অন্তত ১৫ জন নারী ‘ইঞ্জেকশন সাইকো’-র শিকার বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।
মেয়েদের শরীরে অজানা বস্তু সিরিঞ্জে ফুটিয়ে দিয়েই চম্পট দিচ্ছে লোকটি। তবে হামলার পর নারীদের কেউ অসুস্থ হয়ে পড়েনি, তবে কেউ কেউ ভয়ে জ্ঞান হারিয়েছেন।
কিন্তু কী কারণে সেই ব্যক্তি এমন কাজ করছেন? মনে করা হচ্ছে কোনও নারীর ওপর প্রচন্ড রেগে আছেন ওই ব্যক্তি। মানসিক বিকারগ্রস্ত হওয়ায় যে কোনও মেয়েকে দেখলেই ছুঁচ ফুটিয়ে দিচ্ছেন সেই ব্যক্তি।
এদিকে, ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে, কেননা বাঙালি নারীর শরীর দেখে নাকি উন্মাদ যুবকেরা।