Tue. Sep 16th, 2025
Advertisements

4খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: বাংলাদেশের একজন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ওশেনিয়া/ অস্ট্রেলিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেছেন বলে মিস নাজরিনের ফেসবুক পেজের এক বার্তায় জানানো হয়েছে। ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট কার্সটেনস নামের পর্বতের শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত, যার উচ্চতা ৪৮৮৪ মিটার।
বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশনের মুখপাত্র করভি রাকসান্ড ফেসবুক বার্তায় জানান, স্যাটেলাইট ফোনে ওয়াসফিয়া জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য আমরা এই ক্যাম্পেইন শুরু করি যা ৭১ এর চেতনাকে আরও পরিপূর্ণ করার একটি প্রয়াস এবং তাদের জন্য উৎসর্গ করছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন।
নিজ ভূমিতে ফেরার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। এই প্রথম কোন বাংলাদেশী নারী ওসেনিয়ার সব্বোর্চ্চ এই পর্বতে উঠলেন বলেও রাকসান্ড জানান। প্রথম বাংলাদেশী হিসেবে বাংলাদেশ অন সেভেন সামিট নামে একটি অভিযান চালাচ্ছিলেন মিস নাজরীন। চার বছর আগে তিনি তার এই কর্মসূচি শুরু করেন।