Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার18২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের ‘জরুরি বৈঠক’ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে।
আবদুস সোবহান গোলাপের সঙ্গে যোগাযোগ করা হলে এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের এই বৈঠক দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হবে।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সব সদস্যকে বৈঠকে উপস্থিত থাকতে দলটির সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।