Mon. Sep 15th, 2025
Advertisements

27খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: প্যারিস অ্যাটাকের ছায়া কাটতে না কাটতেই ফের সন্ত্রাসবাদী হামলার শিকার ফ্রান্স। মঙ্গলবার সন্ধেয় রুবেক্স শহরে হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসি সূত্রে খবর। বেলজিয়ামের কাছেই এই শহর।
স্থানীয় সূত্রে জনা গিয়েছে, একদল সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে। গুলির শব্দ শোনা যাচ্ছে। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ১৩ নভেম্বর প্যারিসে আইএস হামলার পর থেকেই দেস জুড়ে জারি ব্যাপক নিরাপত্তা। তার মধ্যেই এই হামলার খবর ফের আশঙ্কা ছড়িয়েছে।