Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: পাঁচ সেকেন্ডের মধ্যে রুবিক’স কিউব সমাধান করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ১৪ বছর বয়সী কিশোর লুকাস এটার। শনিবার ‘রিভার হিল ফল’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নতুন এই রেকর্ড গড়েছেন এটার। এর আগে রুবিক’স কিউব সমাধানের বিশ্ব রেকর্ডটি ছিল ০.৩৫ সেকেন্ড বেশি।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, প্রতিযোগিতায় এটার তিন বাই তিন একটি কিউব মিলিয়েছিল।
প্রতিযোগিতায় তিন বাই তিন রুবিক’স কিউবটি মেলাতে এটারের মোট সময় লেগেছে ৪.৯০৪ সেকেন্ড। পাঁচ সেকেন্ডে রুবিক’স কিউবটি মিলিয়ে এটার যে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন, সে বিষয়টি ‘দ্য ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশন’ নিশ্চিত করেছে বলেই জানিয়েছে গার্ডিয়ান।
স্ট্যাকম্যাট টাইমারের সাহায্যে কিউব মেলাতে কত সময় লাগছে তা পরিমাপ করা হয়। টাচপ্যাড থেকে কিউব হাতে নেওয়া মাত্র এই টাইমারটি চালু হয়ে যায় এবং সমাধান শেষে কিউবটি আবার টাচপ্যাডে নামিয়ে রাখা মাত্র টাইমারটি বন্ধ হয়ে যায়।
মজার বিষয় হচ্ছে, দুই বাই দুই রুবিক’স কিউবের বিশ্ব রেকর্ডটিও এটারের দখলে। গার্ডিয়ান জানিয়েছে, ২০০৩ সাল থেকে প্রতি দুই বছর পরপর রুবিক’স কিউব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে আসছে। রুবিক’স কিউবে প্রথম বিশ্বরেকর্ডটি করেছিলেন মিন থাই, ১৯৮২ সালে ২২.৫৯ সেকেন্ডে রুবিক’স কিউব মিলিয়েছিলেন তিনি।

অন্যরকম