খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: একদিনব্যাপী ক্ষুদ্র গ্রহ প্লুটো আর তার সবচেয়ে বড় উপগ্রহ শ্যারনের ছবি ধারণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নিউ হরাইজনস মহাকাশযান।
নাসার ওয়েবসাইটে বলা হয়েছে, চলতি বছর জুলাই মাসে নাসার মহাকাশযানটি ওই অভিযান চালায়। প্লুটোর একদিন পৃথিবীর ৬.৪ দিনের সমান।
৪ লাখ থেকে ৫০ মাইল দূরত্বে থেকে প্লুটোর কতগুলো ছবি তুলেছে ওই মহাকাশযান। এই পুরো দিনের তোলা ছবিগুলোকে একটি ছবিতে নিয়ে এসেছে নাসা, যার ফলে এক পলকেই দেখা যাবে প্লুটোর সারাদিন।
প্লুটোর সবচেয়ে বড় উপগ্রহ শ্যারনের দিনের দৈর্ঘ্য ও প্লুটোর মতো একই। এর ও একদিনের ছবিও প্রকাশ করেছে নাসা। প্লুটোর মতো শ্যারনের পৃষ্ঠে কোনো নাটকীয় ফিচার দেখা যায়নি।