Mon. Sep 15th, 2025
Advertisements

51খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: যুক্তরাজ্যে বছরে ৬ লাখ ৭৫ হাজার শিশু জন্মের মধ্যে গড়ে সাড়ে ৪ হাজার শিশু মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে কর্ম দিবসের তুলনায় ছুটির দিনে যেসব শিশুর জন্ম হয়, তাদের মৃত্যুর ঝুঁকি বেশি বলে যুক্তরাজ্যের গবেষকরা জানান।
যুক্তরাজ্যে ১৩ লাখের বেশি শিশু জন্মের ঘটনা বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, সাপ্তাহিক ছুটির দিনে জন্ম নেয়া প্রতি ১ হাজার শিশুর মধ্যে, ৭টি শিশু মারা যায়। অন্যদিকে কর্ম দিবসে জন্ম নেয়া প্রতি হাজার শিশুর মধ্যে মৃত্যুর হার ৬.৫ শতাংশ। ২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেয়া শিশুদের উপর এই গবেষণা করা হয়।
লন্ডন ইমপেরিয়াল কলেজের গবেষকরা বলছেন, যদিও তুলনামুলকভাবে পার্থক্য খুব সামান্য, কিন্তু ছুটির দিনগুলোতে হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।
তবে ছুটির দিনে শিশু মৃত্যুর ঘটনা বেশি হবার কারণ সনাক্ত করতে পারেননি গবেষকরা।