Fri. Sep 19th, 2025
Advertisements

58খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়েছে বরিশাল বুলস। দলের পক্ষে ইনিংসের গোড়াপত্তন করেন শাহরিয়ার নাফীস ও রনি তালুকদার।
দলীয় ৩ রানের মাথায় ব্যক্তিগত শুণ্য রান করে কুলাসেকারার বলে উইকেটরক্ষক ধীমান ঘোষের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন নাফীস। একই ওভারে ধীমানের হাতে ধরা পড়েন শুণ্য রান করা ব্রেন্ডন টেলর।
শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশালের সংগ্রহ ৫ ওভার শেষে ২ উইকেটে ১৭ রান। রনি ৭ ও মাহমুদউল্লাহ ৫ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৬৯ রানের জয় তুলে নেয় রংপুর রাইডার্স।