Sat. Sep 13th, 2025
Advertisements

2খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : পুরান ঢাকার হোসেনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গ্রেনেড হামলার ঘটনায় জড়িত সন্দেহে জেএমবির ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ২৩ অক্টোবর রাত ১টা ৫৫ মিনিটে হোসেনী দালান চত্বরে পর পর তিনটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক কিশোর নিহত হয়। আহত হন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।