Fri. Sep 12th, 2025
Advertisements

61খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুবিদাবাদি ব্যক্তিরা জাতির পিতা বঙ্গবন্ধুর নামে বিভিন্ন সংগঠন গড়ে তুলে তাকে খাট করছে।
তিনি বলেন, এই সকল ব্যক্তিদের দুর্দিনে হাজার পাওয়ারের বাতি দিয়ে খুঁজলেও কোন দিন পাওয়া যাবে না। এখন সুসময়ে তারা নামে বেনামে বিভিন্ন সংগঠন গড়ে তুলে রীতিমত চাঁদিবাজি করে বঙ্গবন্ধুকে খাট করছে।
ওবায়দুল কাদের আজ বৃহষ্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিল মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধুর ওপর গবেষণামূলক পাক্ষিক ‘জুলিও ক্যুরি বঙ্গবন্ধু’পত্রিকার আত্ম প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রাজনৈতিক সংগঠক মোনায়েম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদেরকে এই সকল ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাস্তায় রাস্তায় বিলবোর্ড লাগিয়ে বঙ্গবন্ধুকে ছোট করা হচ্ছে। যারা এই সব বিলবোর্ডে বড়করে নিজেদের ছবি লাগিয়ে অত্মপ্রচার করছে এই সব ব্যক্তিদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় নিয়ে পাকিস্তানের দেওয়া বিবৃতির জবাবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের বিভিন্ন দিকে উন্নয়ন হচ্ছে। সব উন্নয়ন সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে। তাই পাকিস্তান অর্জনকে ভন্ডুল করতে চায়। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাই আমাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।