Wed. Sep 17th, 2025
Advertisements

65খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: এফবি আইয়ের সাহায্য নিয়ে হল্যান্ড এবং অস্ট্রেলিয়া পুলিশ যৌথভাবে বিশ্বের সবথেকে বড় শিশুদের ব্যবহারকারী পর্ণ ওয়েবসাইটের পর্দাফাঁস করল। একই সঙ্গে ওই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত কয়েকশো সন্দেহভাজনকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রায় দেড়বছর ধরে তদন্ত চালানোর পর ওই ওয়েবসাইটের মূল মাথাকে ধরা সম্ভব হয়েছে। মোট গ্রেফতারের সংখ্যা ৩০৩। অস্ট্রেলিয়া, কলম্বিয়া, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে।