Fri. Oct 17th, 2025
Advertisements

68খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: গত ৯দিন ধরে বন্ধ থাকার পর বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে সচল হচ্ছে ফেইসবুক। আজ শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেসবুক সচল হওয়ার খবর পাওয়া গেছে।
সিলেট, খুলনা ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় ফেইসবুক সচল হয়েছে। তবে রাজশাহী অঞ্চলে ফেইসবুক সচলের খবর পাওয়া যায়নি। তবে বিকল্প ব্যবস্থাতেই ফেইসবুকে ঢুকছে অনেকে।
এদিকে রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, ইস্কাটনসহ বিভিন্ন এলাকায় ফেইসবুক সচল হওয়ার খবর পাওয়া গেছে। তবে তা দুই ঘন্টা সচল থাকার পর ফের বন্ধ হয়ে যায়।
এর আগে গত ১৮ নভেম্বর নিরাপত্তার কথা বিবেচনা করে সারাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক, ভাইভার, টুইটার বন্ধ করে দেয়া হয়।