Fri. Sep 12th, 2025
Advertisements

49খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫: বগুড়ার শিয়া মসজিদে হামলার ঘটনায় আটক চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায়নি পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতার বিষয়টি মাথায় রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। হামলাকারীরা তিনজন ছিলেন এবং পালাতে গিয়ে আঘাত পেয়েছিলেন বলে জানিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী।
হামলার পর শিয়া সম্প্রদায়ের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। এ কারণে আজ শনিবার সকাল পর্যন্ত মসজিদ এলাকায় পুলিশি নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে মসজিদের বদলে স্থানীয় ইমামবাড়াতে নামাজ আদায় করছেন শিয়া সম্প্রদায়ের লোকেরা।