Fri. Sep 12th, 2025
Advertisements

iran_3খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫।। সীমান্তে বিএসএফ কর্তৃক ৪ বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী।

আজ (শনিবার) এক যুক্ত বিবৃতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা আশংকা জনক ভাবে বেড়েই চলছে। যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতার জন্য হুমকি স্বরুপ। সরকারের নতজানু পরাষ্ট্রনীতির কারনেই বিজিবি সীমান্তে অর্পিত দায়িত্ব পালন করতে পারছে না। ভারতীয় সরকার সীমান্ত হত্যা বন্ধ না করে বরং জ্যামিতিক হারে বাড়িয়ে দিয়েছে। তাবেদার বাকশালী সরকার হত্যাকান্ডের জোরালো প্রতিবাদ না করে বরং নীরবতার কারনে ভারতীয় লাইসেন্সধারী খুনী চক্র উৎসাহিত হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, ভারতীয় বিএসএফ আর্ন্তজাতিক সকল রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যায় লিপ্ত। যা মানবাধিকারের চরম লংঘন। সরকারের উচিত দেশের নাগরিকদের সুরক্ষায় ভারতের সাথে দ্বিপাক্ষিক সর্ম্পক জোরদার এবং বিজিবিকে শক্তিশালী করা।