Wed. Sep 17th, 2025
Advertisements

68খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫: প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ড প্রমীলা ক্রিকেট দলকে ৭৩ রানে হারিয়েছে বাংলাদেশের প্রমীলারা।
শনিবার থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচে সালমারা জয় ছিনিয়ে নেয়।
টস জিতে থাইল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টিপোচ বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
ব্যাট করতে নেমে আয়েশা এবং ফারজানার দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে আয়েশা সর্বোচ্চ ৩০, ফারজানা ২৩ এবং শায়লা ১৭ রান করেন।
থাইল্যান্ডের পক্ষে লাওমি এবং বোচাথাম ২টি করে উইকেট লাভ করেন।
১০৬ রানের জয়ের লক্ষে খেলতে নেমে ফাহিমা, রিতু এবং রুমানার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৩২ রানে অলআউট হয় থাই প্রমীলারা। থাইল্যান্ডের ৬ জন ব্যাটসম্যান ০ রানে আউট হন। ফাহিমা, রিতু এবং রুমানা প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে।