Sun. Sep 14th, 2025
Advertisements

7খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : আগামী মাস থেকে ভারতের ত্রিপুরার পালাটনা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া শুরু করবে।
বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব প্রর্যায়ের বৈঠক শেষে অতিরিক্ত সচিব আহমদ কাইকুয়াস সাংবাদিকদের একথা জানান।
সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব মনোয়ারুল ইসলাম ।
কাইকুয়াস আরো বলেন, বাংলাদশে ইতোমধ্যে ভেড়ামারা বিদ্যুৎ লাইন দিয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। বাংলাদেশ এই লাইন দিয়ে আরো ৫০০ মেঘাওয়াট বিদ্যুৎ দেয়ার জন্যে ভারতকে অনুরোধ করেছে। ভারত আরো ৫শ’ মেগাওয়াট দিতে সম্মত হয়েছে। বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ আরো ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে পাবে।
বৈঠকে ভারতের সহয়তায় রামপালে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
এছাড়া বৈঠকে ভারতরে দুটি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প নির্মাণ নিয়েও আলোচনা হয় বলে বৈঠক সূত্রে বলা হয়েছে।