Sun. Sep 14th, 2025
Advertisements

10খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : নড়াইলের লোহাগড়া উপজেলায় স্থানীয় বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত গাজী রইস উদ্দিন বেবি (৫৫) উপজেলার কোটাকোল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি ধলইতলা গ্রামে।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার ধইলতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লোহাগড়া থানার ওসি মো কামরুজ্জামান।
তিনি বলেন, ধলইতলা গ্রামের নান্নু ডাক্তারের বাড়ির সামনে হামলা চালিয়ে রইস উদ্দিনকে এলোপাথাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।