Fri. Sep 12th, 2025
Advertisements

imagesখোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : তোফাজ্জল হোসেনঃ নরসিংদী জেলা শহরের ভাগদী এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এক লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা বরুণ খন্দকার নামে ২২বছর বয়সী এক যুবককে এলোপাতারি কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে. একই এলাকার মতলিব খন্দকারের পুত্র এই বরুণ খন্দকার বিভিন্ন মামলায় কারাভোগ করে সপ্তাহখানেক পূর্বে নরসিংদী কারাগার থেকে জাামিনে বেরিয়ে আসে। শুক্রবার রাত সাড়ে ৯টায় বরুণ খন্দকার স্থানীয় একটি দোকানের সামনে বসা ছিল। এসময় ২০/২৫ জনের একদল যুবক দোকানের সামনে গিয়ে তাকে ডেকে নিয়ে যায়। মিনিট দশেক পর স্থানীয় লোকজন ভাগদী স্কুল এলাকায় তার রক্তাক্ত মৃত দেহ পড়ে থাকতে দেখে। দূর্বত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে ও গলা কেঁটে হত্যা করে ফেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে। হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে থানা পুলিশ জানিয়েছে নিহত বরুণ খন্দকার একটি পেশাদার অপরাধী চক্রের সদস্য। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকদিন পূর্বে সে একটি মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধীও দিয়েছে। সপ্তাহখানেক পূর্বে সে জামিনে ছাড়া পেয়ে নরসিংদী কারাগার থেকে বাড়ী ফিরে। পুলিশের ধারণা কোন গোপনীয়তা প্রকাশের ভয়ে তার সতীর্থ সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে। এব্যাপারে নরসিংদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি।