Sat. Sep 13th, 2025
Advertisements
khaladazia_244830খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : হাইকোর্টের আদেশে নাইকো মামলায় বিচারিক আদালতের  রওনা হয়েছেন  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার বিশেষ জজ-৯ আমিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তিনি।
সোমবার সকাল সোয়া এগারটার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে আদালতের পথে রওনা হয়েছেন খালেদা জিয়া। বেলা বারটার মধ্যে তিনি আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ।

এদিকে খালেদা জিয়ার আত্মসমর্পণ উপলক্ষে পুরো আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৠাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন। আছেন সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও। তারা তল্লাশি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। খালেদা জিয়াআসবেন বলে বাইরে আছেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সিএসএফ সদস্যরাও।