Fri. Sep 12th, 2025
Advertisements
tarana_ pic_105575
 খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, যারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হবে।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি আরও বলেন, জননিরাপত্তার স্বার্থে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে। নিরাপত্তার শঙ্কা না থাকলে আইনশৃঙ্খলাবাহিনীর ইঙ্গিত পেলেই এসব মাধ্যম খুলে দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ফেসবুক বন্ধ করা হয়েছে। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন ফেসবুক খুলে দিতে বলবে তখনি ফেসবুক খুলে দেয়া হবে। এখানে আমাদের করার কিছু নেই।

ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, বিকল্প উপায়ে যারা ফেসবুক ব্যবহার করছেন তারা নজরদারিতে রয়েছেন।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দ-প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের চূড়ান্ত রায় ঘোষণার পর আচমকাই বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি মাধ্যম।