Sun. Sep 14th, 2025
Advertisements
56347_00খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ :  সরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে আর কোনো মামলায় জড়াবে না- এই বিধান রেখে ‘সরকারি প্রতিষ্ঠানসমূহ নিজেদের মধ্যে মামলা পরিহারের লক্ষ্যে যথাযথ কার্যক্রমের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় আইনগত সহায়তা কমিটি এবং একটি মন্ত্রিসভা কমিটি’ গঠনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানসহ দুই মন্ত্রণালয় বিশেষ করে আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে কোনো কিছু নিয়ে বিরোধ দেখা দিলে আদালতে না গিয়ে প্রথমে আন্তঃমন্ত্রণালয় আইনগত সহায়তা কমিটির কাছে যেতে হবে। যার প্রধান থাকবেন একজন সিনিয়র সচিব। এই কমিটিতে সমস্যার সমাধান না হলে মন্ত্রিসভা কমিটির কাছে যেতে হবে। যার প্রধান থাকবেন একজন সিনিয়র মন্ত্রী। তার সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রীসহ অন্যান্যরা।’