Mon. Sep 15th, 2025
Advertisements

21খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় আইনজীবী চন্দন সরকার হত্যা মামলায় নূর হোসেন ও র‌্যাবের তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে তোলা হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার পর তাদেরকে কারাগার থেকে আদালতে আনা হয়।
এ মামলার পরবর্তী শুনানি আগামী ১১ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে ধার্য করা হয়েছে।
নারায়ণগঞ্জের অলোচিত সাত খুন মামলায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী বিউটির দায়ের করা মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
এর আগে সকালে প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ গ্রেপ্তার ২৩ আসামিকে কঠোর পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়।
এরপর নারায়ণঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অষোক কুমার দত্তের আদালতে কাউন্সিলর নজরুল হত্যা মামলার শুনানি হয়েছে।
শুনানি চলাকালে বাদী পক্ষের আইনজীবী শাখাওয়াত হোসেন খানের সাথে নূর হোসেন সমর্থক আইনজীবী খোকন সাহার সাথে নারাজির বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে বিচারক তাদের দুজনকে থামিয়ে দেন। শুনানি শেষে নজরুল হত্যা অর্থাৎ বিউটির দায়ের করা মামলাটির বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে সাত খুনের মধ্যে ২ হত্যা মামলায় প্রথমবার আদালতে হিাজির করা হয়েছে প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে। এ উপলক্ষে পুরো আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।