Tue. Sep 16th, 2025
Advertisements

48খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : আবু আজরাইল নামের একজন ইরাকি র‍্যাম্বো আজ পর্যন্ত ১৫০০ আইএসকে হত্যা করেছেন। তার নামের অর্থ তার কাজকে পূর্ণ সমর্থন করে। ইংরেজিতে আবু আজরাইলকে অনুবাদ করলে পাওয়া যায় ‘ডেথ অব এঞ্জেল’, যার অর্থ হল মৃত্যুর ফেরেশতা। তিনি আইএসআইএস এর বিরুদ্ধে একটি আলটিমেট ইরাকি হাতিয়ার।
আবু ইরাকে তথাকথিত একটি ইসলামী রাষ্ট্র যুদ্ধ গ্রুপ ইমাম আলী ব্রিগেডের শিয়া মিলিশিয়া নেতা। তার এই হত্যার কারণে তিনি সামাজিক মাধ্যমে অনেক পরিচিতি পেয়েছেন। বর্তমানে সকলে তার জীবনী নিয়ে সয়লাব।-সূত্র: ইন্ডিয়া টাইম্স।