খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে অন্ধ এবং দৃষ্টিশক্তিহীন মানুষের জন্য চিত্রকর্মের সত্যিকারের অভিজ্ঞতা গ্রহণের নতুন সুযোগ তৈরি হয়েছে।
‘দ্য আনসিন আর্ট প্রজেক্ট’ নামক একটি প্রকল্প সমগ্র বিশ্বের মানুষ যেন চিত্রকর্ম উপভোগ করতে পারে সেই সুযোগ তৈরি জন্য কাজ করছে।
যে প্রতিষ্ঠানটি এই সুযোগের ব্যবস্থা করছে সেটি অতি সম্প্রতি শুরু হওয়া অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অন্ধ এবং দৃষ্টিশক্তিহীন মানুষদের জন্য পৃথিবীর বিখ্যাত চিত্রকর্মগুলোর ত্রিমাত্রিক প্রতিলিপি তৈরি করে থাকে যার ফলে দৃষ্টিশক্তিহীন মানুষেরা চিত্রকর্মটি স্পর্শ করে অনুভব করতে পারে।
প্রকল্পের নির্মাতা এবং প্রচারক মার্ক ডিল্লোন বলেন, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা বিখ্যাত চিত্রগুলোর কথা সবসময় অপরের মুখে শুনেই গেছেন কিন্তু কখনো দেখতে পারবেন না। কিন্তু বর্তমানে প্রথমবারের মতো তারা এই চিত্রকর্মগুলোকে অনুভব করতে পারবেন এবং নিজেদের অনুভূতি এবং মতামত প্রদান করতে পারবেন।
লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসাই এই প্রকল্পের প্রথম ত্রিমাত্রিক প্রতিলিপি।বর্তমানে প্রতিষ্ঠানটি শুধুমাত্র মোনালিসার প্রতিলিপিটির কাজই সম্পূর্ণ ভাবে শেষ করেছে।