Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: দীর্ঘদিন পর আবারও বিজ্ঞাপনের মডেল হলেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রায় আড়াই বছর পর নতুন কোনো বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। একটি ক্রোকারিজের বিজ্ঞাপন করলেন তিনি। বিজ্ঞাপনটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রচার শুরু হবে বিভিন্ন টিভি চ্যানেলে।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, বিজ্ঞাপনটির আইডিয়া ভালো লেগেছে বলেই করেছি। এখন আমাদের বিজ্ঞাপনের মান অনেক উন্নত। বাইরের বিজ্ঞাপনের সাথে তুলনা করার মতো বিজ্ঞাপন এখন নির্মিত হচ্ছে। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচার হবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
বিজ্ঞাপনে কাজ করার পর এখন হয়তো নাটক বা চলচ্চিত্রেও দেখা যেতে পারে পূর্ণিমাকে। যদিও দীর্ঘদিন কোনো অঙ্গনের সাথেই জড়িত নেই তিনি। চলচ্চিত্র থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। এরপর ছোটপর্দাতে দেখা গেলে সেখানেও তার উপস্থিতি নেই অনেকদিন। তবে এবার তাকে নিয়মিত দেখা যাবে কি-না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পরিবারকে সময় দিচ্ছি। পরিবার নিয়েই ব্যস্ততা থাকতে চাই এখন। নিয়মিত কখন হবো তা বলতে পারছি না। তবে ভালো কোনো কাজ পেলে হয়তো বা করবো।