Wed. Sep 17th, 2025
Advertisements

58খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: কিছুদিন আগেই বাজারে এসেছে ব্ল্যাকবেরির অ্যানড্রয়েড ভার্সন। এই মডেলটির নাম প্রিভ।
এই ফোনটি গোল্ডপ্লেটেড ভার্সনে বাজারে ছাড়ছে ভিয়েতনামের একটি প্রতিষ্ঠান। ফোনটিতে ২৪ ক্যারেটের গোল্ড ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির নাম ক্যারালাক্স।
এরা এর আগেও আইফোনের গোল্ড প্লেটেড ভার্সনও বাজারে ছেড়েছিল। ক্যারালাক্স নামের এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৫ ডিসেম্বর থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। ভিয়েতনামের বাজারে গ্লোড প্লেটেভ ব্ল্যাকবেরি প্রিভ পাওয়া যাবে ভিএনডি ৮ মিলিয়নে।
মার্কিন মুদ্রায় দাম ৩৫৫ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ২৭ হাজার ৪৫৪ টাকা।