খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: খুব শীঘ্রই প্রেমিক-প্রেমিকাদের প্রথম ডেটিং এর কাহিনী বিলুপ্ত হতে চলেছে। সাম্প্রতিক এক গবেষণায় এরকম তথ্য পাওয়া গেছে। ইহারমনির গবেষকদের দ্বারা বাহিত এবং ইম্পেরিয়াল কলেজ ব্যবসা স্কুল দ্বারা প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, ২০৪০ সালের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ মানুষের মাঝে ডেটিং করার প্রবণতা থাকবে, বাকীরা ভার্চুয়াল জগতেই ডেটিং করবে। বর্তমানে যে হারে ভার্চুয়াল জগতে প্রেম বাড়ছে সেভাবে একসময় প্রথম ডেটিংও এখানেই জনপ্রিয় হয়ে উঠবে।
গবেষকরা আরও বলেছেন, ডিএনএ সিকোয়েন্সিং একটি অনুরূপ জেনেটিক প্রফাইল ব্যক্তিদের সাথে মেলাতে ব্যবহার করা যেতে পারে।
বঐধৎসড়হু.পড়.ঁশ এর রোমাঁ বারট্রান্ড বলেন, ২০৪০ সালের মধ্যে ৭০ শতাংশ প্রেমিক যুগল অনলাইনের মাধ্যমে নিজেদের সম্পর্ক গড়ে তুলবে। কারণ প্রযুক্তির বিপ্লবের সঙ্গে প্রেমের ধারার পরিবর্তন হবে। একে-অপরের আচরণের পরিবর্তন হবে।
অনলাইনে একে-অপরের আচরণের ব্যাপারে জানতে পারবে এবং নিজেদের মাঝের মিল দেখে অনেকে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী হবে। সামনের দিনে আরও কম সময়ে মানুষ মানুষের প্রেমে পড়বে। কৃত্তিম বুদ্ধিমত্তার দ্বারা একে-অপরকে বাছাই করবে।
প্রযুক্তির উন্নতির কারণে একজন আরেকজনকে পঞ্চইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবে। পৃথিবীর দুই পাশে দুইজন থাকলেও একে-অপরের হাত স্পর্শ করতে পারবে।
এই গবেষণায় গত এক বছরের সকল তথ্য ও উপাত্ত নিয়ে গবেষণা করা হয়েছে। এতে ভবিষ্যৎ প্রজন্মে প্রযুক্তি আরও কতটা পরিবর্তন হতে পারে তা নিয়ে গবেষণা করা হয়।–সূত্র: মেট্রো।