Fri. Sep 12th, 2025
Advertisements

38খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চ শিক্ষার উৎকর্ষতায় দেশের সকল বিশ্ববিদ্যালয়ে সাধ্য অনুযায়ী ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে। তিনি আজ বুধবার সকালে গাজীপুরের বোর্ডবাজারস্থ ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্র্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৯তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আইইউটি’র প্রকৌশল শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে এমন শিক্ষা-ব্যবস্থা গড়ে তুলতে চায়,যেখানে শিক্ষার্থীরা শিখবে এবং শিক্ষকরা যতেœর সঙ্গে শেখাবে। আর অভিভাবকরা হবে এ কার্যক্রমের সহযোগি অংশীদার।’ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইমতিয়াজ হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ওআইসির সহকারী মহাসচিব মোহাম্মদ নাইম খান, আইইউটির পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষা সচিব এএস মাহমুদ বক্তৃতা করেন।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে নূরুল ইসলাম নাহিদ এ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী ও ডিপ্লে¬ামাধারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে মির্জা ফোয়াদ আদনানকে ওআইসি স্বর্ণপদক এবং তিন শিক্ষার্থীকে আইইউটি স্বর্ণপদক প্রদান করা হয়। এ বছর এ বিশ্ববিদ্যালয় থেকে ৩৩২ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেন।