Sat. Sep 20th, 2025
Advertisements

59খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে মোহাম্মদ আমিরের খেলা অনিশ্চিত। সংশয় আছে, আদৌ তার খেলা হবে কি না। কারণ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ও পিএসএলের প্রধান নাজাম শেঠির আমিরের খেলা নিয়ে মত বিরোধিতা আছে। আমির এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন। চিটাগাং ভাইকিংসের হয়ে ৭ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে, পিসিবি এর মধ্যে পিএসএলের জন্য ৯০ জন পাকিস্তানী খেলোয়াড়কে বাছাই করেছে। ওই তালিকায় নেই আমিরের নাম। নির্বাচকরা এখনো তাকে হিসেবে নেননি।
বলা হচ্ছে, পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার চান না পিএসএলে আমির খেলুক। কিন্তু নাজাম চান, বাঁ হাতি এই পেসার খেলুক। তবে নির্বাচকরা তালিকা করলেও তা চূড়ান্ত করা হয়নি। এজন্য আমিরের সুযোগ থেকেই যাচ্ছে। স্পট ফিক্সিংয়ের জন্য সব ধরণের ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন আমির। গত সেপ্টেম্বরে শেষ হয়েছে তার নিষেধাজ্ঞা। আর পিএসএলের প্রথম আসর আগামী ফেব্র“য়ারিতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়ার কথা।