Mon. Sep 15th, 2025
Advertisements

14খোলা বাজার২৪ : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫ নাশকতা প্রতিরোধে মেহেরপুর জেলায় বিএনপি-জামায়াত ও শিবিরের ১৮ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। গতরাতে জেলার তিনটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, নাশকতা প্রতিরোধের চলমান অভিযানের অংশ হিসেবে গতরাতে জেলার তিনটি থানা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সদর থানা চার জন, মুজিবনগর থানা নয় জন, গাংনী থানা তিন জন ও ডিবি দুইজনকে আটক করে।

এদের মধ্যে বিএনপি ১৩, জামায়াতের চার ও এক শিবির কর্মী রয়েছেন। এদের মধ্যে কয়েকজন পুর্বের নাশকতার মামলার আসামি এবং বাকিরা সন্দেহভাজন। ১৮জনকেই বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করা হবে।