Mon. Sep 15th, 2025
Advertisements

18খোলা বাজার২৪, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫ : পৌরসভা নির্বাচনে দলের ‘বিদ্রোহী প্রার্থীরা’ নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে না নিলে তাদের বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে হানিফ বলেন, “বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যদি কেউ ১৩ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”
সাংবাদিকদের তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেবে না।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের এ নির্বাচন হচ্ছে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার। আওয়ামী লীগের পক্ষ থেকে ইসিতে দল মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেওয়া হলেও দিন শেষে দেখা যায়, অনেক পৌরসভায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন একাধিক স্থানীয় নেতা।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ‘মনোনয়নবঞ্চিত’ এসব প্রার্থীর কথায় ‘কান না দিতে’ সাংবাদিকদের প্রতি আহ্বান জানান হানিফ। “দলের প্রতিটি স্তরে নির্বাচন করার মতো একাধিক প্রার্থী আছেন। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে, তারা উল্টোপাল্টা বলবে- এটাই স্বাভাবিক। তাদের কথায় কান দেওয়ার কোনো সুযোগ নেই।”
এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হানিফ ‘দুই-একটি জায়গায় কৌশলগত কারণে একাধিক প্রার্থী’ রাখার কথা বলেছিলেন। ‘নির্বাচন নিয়ে মাথাব্যাথা নেই’- বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ‘জনবিচ্ছিন্ন’ হয়ে পড়ার কারণেই তাদের নির্বাচনে ‘অনীহা’ তৈরি হয়ে থাকতে পারে। “বিএনপি বরাবরই মিথ্যাচার করে আসছে। এখন তারা জনবিচ্ছিন্ন। এ কারণেই হয়তো পৌর নির্বাচন নিয়ে কোনো ভাবনা নেই তাদের।” তবে শেষ পর্যন্ত বিএনপি এ নির্বাচনে ‘থাকবে’ বলেই হানিফের বিশ্বাস।