Sat. Sep 20th, 2025
Advertisements

20খোলা বাজার২৪, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি ‘পিঠ বাঁচাতে’ পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে। শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানবিষয়ক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ব্যাপী ব্যাপক উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত এখন দিশেহারা। তারা এখন পিঠ বাঁচাতে পৌরসভা নির্বাচনে যাচ্ছে। তারা এখন দিশেহারা হয়ে বিদেশিদের হত্যা করে দেশকে অশান্ত করার চেষ্টাও করছে। এ সময় তিনি বিএনপি-জামায়াতের আন্দলোন মোকাবিলায় বাংলাদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনস্থলে কৃষিবিষয়ক তথ্য জানাতে বিভিন্ন স্টল বসেছে।