Sat. Sep 20th, 2025
Advertisements
fjjj_177816খোলা বাজার২৪,শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫।।ভালোবাসার অন্য ধাঁচের এক গল্প নিয়ে নির্মিত বলিউডের সিনেমা ‘লাভশুদ্ধ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী জানুয়ারিতে।
২৯ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া সিনেমাটির একটি ট্রেইলার নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। ইউটিউবে ছড়িয়ে পড়া এ ট্রেইলারে সারাও মিলেছে বেশ।
রামাইয়া ভাস্তাভাইয়া সিনেমার অভিনেতা গিরিশ তরানী আর নবাগত নভনীত ধিঁলোর প্রেমের এক কাহিনী নিয়েই মূলত এ সিনেমার গল্প। সেন্সর বোর্ড ‘এ’ তকমা লাগিয়ে সিনেমাটিকে মুক্তির অনুমতি দিয়েছে।
বর্তমান সময়ে তরুণ-তরুণীদের ভালোবাসা বলতে আসলে কি বোঝায় তাই মূলত পর্দায় দেখানোর চেষ্টা করেছেন লাভশুদ্ধ সিনেমার পরিচালক।
ইউটিউবে প্রকাশিত লাভশুদ্ধ’র টেইলারের ট্যাগলাইনে বলা হয়েছে, ‘যে ভালোবাসার গল্পগুলো বিছানাতে শেষ হয় সেগুলো একেকটি মহাকাব্য আর যেগুলোর শুরু বিছানাতেই সেগুলো বাজে মহাকাব্য।