Sat. Sep 13th, 2025
Advertisements

10খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : রাজধানীর ডেমরার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি এনামুল হক গিয়াসউদ্দিন ভূঁইয়াকে গলাকটে হত্যা করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় পশ্চিম সানার খালপাড় তাতীপুকুরের দক্ষিণে একটি পরিত্যক্ত প্রাচীর ঘেরা খোলা জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত গিয়াসউদ্দিন ওই এলাকার মৃত আব্দুল মজিদ ভূইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে স্থানীয়রা গিয়াসউদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। তবে প্রাথমিকভাবে তাদের ধারনা গিয়াসউদ্দিনকে অন্যত্র হত্যা করে গভীর রাতের কোনো এক সময় খালপাড়ে ফেলে চলে যায়। হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা কোন প্রকার সঠিক তথ্য দিতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ‘সোয়া ১টা) লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছিল।
ওয়ারি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাঈনুল ইসলাম বলেন, ‘ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি পরে জানানো হবে।’ দুপুর দেড়টার দিকে ওয়ারি জোনের উপ-কমিশনার সৈয়দ নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, গত দুসপ্তাহে রাজধানীর ডেমরায় এটি দ্বিতীয় হত্যাকাণ্ড।