Wed. Sep 17th, 2025
Advertisements

19খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তার নির্বাচনী প্রচারণায় বাংলাদেশিসহ বিশ্বের অন্যান্য বন্দী নাগরিকদের মুক্তি ও ইমিগ্রেশন রাইটস নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। হিলালির ব্যক্তিগত সহকারী লরেল প্রাইলি এ কথা জানান।
এ খবরে বাংলাদেশি সোসাইটির মধ্যে খুশির আমেজ লক্ষ করা গেছে। ইমিগ্রেশন জটিলতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে প্রায় ৭০০ এর মতো বাংলাদেশি নাগরিক বন্দী রয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আমরণ অনশনরত বন্দীদের মুক্তির দাবিতে র‌্যালি ও মানববন্ধনের আয়োজন করে সাউথ এশিয়ান মানবাধিকার সংগঠন ডেসিস রাইজিং আপ মুভিং-ড্রাম। কর্মসূচিতে অংশ নিয়ে হিলারির প্রতিনিধি দল বন্দী মুক্তিকে কাজ করার প্রতিশ্রুতি দেন। মানববন্ধনে অংশ নেয়ে লরেলা প্রাইলি বলেন, আমার নিজেরও এক সময় কাগজপত্র ছিল না। তখন বুঝেছি এটা বিষয়টি কতটা কষ্টের।
বিভিন্ন কারাগারে বন্দীদের আইনি সহায়তা ও ইমিগ্রেশন রাইটস নিয়ে হিলারি ক্লিনটনের কাজ করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ইস্যুতে ডেমোক্রেটরা সব সময় কাজ করে আসছে এবং করতে আগ্রহী।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশি বন্দীরা নতুন করে ৪টি কারাগারে অনশন শুরু করে। তাদের মুক্তির দাবিতেই র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করে ড্রাম। সংগঠনের নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদের নেতৃত্বে এতে অংশ নেন ড্রামের সদস্য ও বিভিন্ন কমিউনিটি নেতারা।
কমিউনিটি অর্গেনাইজার কাজী ফৌজিয়া বলেন, রাজনীতিকদের কাছে আমরা জানাতে কারাগারে বন্দীদের দুর্দশা তুলে ধরতে চাই। তারা কি রকম অমানসিক জীবন যাপন করছে তা সবার জানা উচিত।
মানববন্ধনে বাংলাদেশ সোসাইটির সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহীম হাওলাদারসহ আরো অনেকেই ইমিগ্র্যান্ট রাইটস নিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা বিভিন্ন দেশের নাগরিকরা কারাভোগ করছেন। এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ৭শ। গত সেপ্টেম্বরে টেক্সাসের ডিটেনশন সেন্টারে প্রথম আমরণ অনশন শুরু করে প্রায় অর্ধশত বাংলাদেশি। তখন থেকেই বিভিন্ন মানবাধিকার সংগঠনের চাপের মুখে নভেম্বর পর্যন্ত প্রায় ৩৫ জন ছাড়া পান।