খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : বাদ যাবে না একটি শিশুও’ কথাটি শিশু অধিকারের বিষয়ে বলা হলেও স্লোগানটি যেন ওয়েব জায়ান্ট গুগল মানছে শিশুদের পণ্য হিসেবে ব্যবহার করার জন্যই। ওয়েব সার্চসহ স্কুল শিক্ষার্থীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করছে বলে অভিযোগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকারবিষয়ক সংগঠন ‘ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন’ (ইএফএফ)।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন-এর (এফটিসি) কাছে ওই অভিযোগ করে ইএফএফ দাবি করেছে, এ কাজ করার মাধ্যমে গুগল নিজ প্রতিজ্ঞা এবং বাণিজ্যিক নিয়ম উভয়ই লংঘন করছে।
অভিযোগে আরও বলা হয়েছে, স্কুলে ব্যবহৃত গুগল পণ্যগুলো অভিভাবকের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানে তথ্য পাঠায় এবং গুগল ওই তথ্যগুলো নিজেদের পণ্য উন্নয়নের জন্য সংগ্রহ করছে। তবে গুগল জানিয়েছে, তাদের টুলগুলো আইন মেনেই তৈরি করা।
স্কুল শিক্ষার্থীদের জন্য ক্রোমবুক ও গুগল অ্যাপস ফর এডুকেশন (জিএএফই) পণ্যগুলো সরবরাহ করে গুগল। বিবিসি জানিয়েছে, পণ্যগুলোর ডিজাইনই এমনভাবে করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিরাপদে শেখার সুযোগ পায়। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা ওই পণ্যগুলোর অ্যাপে কোনো বিজ্ঞাপন দেখাবে না এবং বলেছিল, “গুগল নয়, পণ্য ব্যবহারকারীই নিজ ডেটার মালিক’।
অন্যদিকে ইইএফ অভিযোগে জানিয়েছে, ক্রোমবুকে বাই-ডিফল্ট ক্রোম ব্রাউজার ইন্সটল করা থাকে। কোনো অনুমতি ছাড়াই কাজটি করা হয়েছে। ইইএফ এক বিবৃতিতে বলেছে, “বিষয়টি গুগলকে ট্র্যাক করতে এবং নিজ সার্ভারে ডেটা সংরক্ষণ করতে সাহায্য করে এবং এভাবে শিক্ষার্থীরা কোন সাইট ভিজিট করছে, তার ভিত্তিতে গুগল ডেটা-পাহাড় গড়ে তুলছে। ফলে শিক্ষার্থীদের দেখা ইউটিউব ভিডিও থেকে শুরু করে, তাদের সেভ করে রাখা পাসওয়ার্ডও প্রতিষ্ঠানটির হতে চলে যাচ্ছে।”
এ প্রসঙ্গে গুগল মুখাত্র বলেছেন, “আমাদের সেবাটি শিক্ষার্থীদের যেখানে খুশি সেখানে শিখতে পারার এবং নিজেদের তথ্য গোপন ও নিরাপদ রাখার সুযোগ করে দেয়।” এ ব্যাপারে এফটিসি মুখপাত্র কোনো মন্তব্য জানায়নি বলেই জানিয়েছে বিবিসি।