Sat. Sep 20th, 2025
Advertisements

26খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : চলতি বছর সেপ্টেম্বরে মোশাররফ করিম ও মৌসুমি হামিদ অভিনীত ‘জালালের গল্প’ ছবিটি মুক্তি পায়। সবশ্রেণির শ্রোতামহলে ছবিটি দারুণ প্রশংসা পায়। এমনকি দেশের বাইরেও অনেক পুরস্কারে ভূষিত হয়।

এই রেশ কাটতে না কাটতেই নতুন একটি ছবিতে আবারো জুটি হয়ে আসছেন মৌসুমি ও মোশাররফ। ছবির নাম ‘কয়লা’। পরিচালনা করবেন জনপ্রিয় নাট্য নির্মাতা সুমন আনোয়ার।

ছবিটি নিয়ে সুমন বলেন, ‘ছবির গল্পেআপাতত গোপন রাখতে চাই। আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই সবকিছু বিস্তারিত জানাবো।’

তিনি আরো জানান, ছবিটির জন্য সরকারি অনুদানের আবেদন করা হবে।

মোশাররফ-মৌসুমি ছাড়াও কয়লা ছবিতে আরো অভিনয় করবেন রওনক হাসান, মিশা সওদাগর, শহীদুল আলম প্রমূখ।